তামিম ইকবাল হঠাৎ করেই হার্ট অ্যাটাক করলেন। ক্রিকেট পছন্দ করেন, এমন অনেকেই থমকে গেলেন এই খবর দেখে। বাংলাদেশ ক্রিকেটে তামিমের সতীর্থরা তো বটেই, বিশ্ব ক্রিকেট থেকে তামিমের সেরে ওঠার প্রার্থনা দেখা গেল। দেশের বাইরে থেকে এমন অনেকেই তামিমের সুস্থতা কামনা করেছেন।
তামিমের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা, ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ আরও অনেকেই।
যুবরাজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’
মালিঙ্গা লিখেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’ মালিঙ্গা লিখেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’
হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’
আজ (সোমবার) সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ও মোহামেডানের ম্যাচ ছিল। যেখানে মোহামেডানের পক্ষে টস করতে নেমেছিলেন অধিনায়ক তামিম। এরপরই হঠাৎ করে অসুস্থ অনুভব করেন তিনি। তাকে আশুলিয়ার কেপিজে হাসপাতালে আনা হলে, চিকিৎসকরা জানান, তামিমের হার্টে ব্লক রয়েছে। এরপর তার হার্টে রিং পরানো হয়।
তামিমকে এখন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। যার প্রথম ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। তবে এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। জ্ঞান ফেরার পর, কথা বলেছেন পরিবারের সঙ্গে।
এমএইচ//