ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। অস্ট্রিয়ায় ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ডেভিড রোয়েট গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনও প্রমাণ দিতে পারেননি। বৈঠকে গোপনে রেকর্ড করা ভিডিও ফাঁস হলে এ তথ্য জানা যায়।
মিডল ইস্ট আই জানিয়েছে, গত ১৮ মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুদিন পর ভিডিওটি রেকর্ড করা হয়।
জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল (ইউনিসেফ)- এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে।
তবে বর্তমানে ইসরাইলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।
এমএ//