ঈদুল-আজ-হায় মুক্তির জন্য রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা তৈরি হচ্ছে। যা নিয়ে দর্শকমহলে চলছে উত্তেজনা। শাকিব খানের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রাফী।
ইতোমধ্যে শাকিব খান সিনেমাটির শুটিং শুরু করেছেন। শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনে সিনেমাটির প্রথম লুক প্রকাশ করা হবে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হবে।
এছাড়া সিনেমাটিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান এবং ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে আরও এক জনপ্রিয় চিত্রনায়ক উপস্থিত থাকতে পারেন।
সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমার গল্প দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ।
সিনেমার গল্প রচনা করেছেন রায়হান রাফী নিজে এবং চিত্রনাট্য লিখেছেন তিনিসহ আদনান আদিব খান। যদিও সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্টরা।
এসকে//