খেলাধুলা

'এই জয় আপনাদেরও', বাংলাদেশের উদ্দেশ্যে ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের খবর ভালোভাবেই জানা আছে আর্জেন্টিনার। এর আগেও বাংলাদেশি ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছে দলটি। এই দলের খেলোয়াড়, কোচ- ২০২২ বিশ্বকাপ জয়ের পর তাদের দেখা গেছে একই ভূমিকায়। এনজো ফার্নান্দেজ যেন এখানে আরও একটু এগিয়ে। তিনি তো গত বছর জুলাই-আগস্ট মাসে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনের সময়েও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন।

বুধবার (২৬ মার্চ) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ জয়ের পর ফার্নান্দেজ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্য করে।

ব্রাজিলের বিপক্ষে একটি অ্যাসিস্ট করার পাশাপাশি একটি গোল এসেছে ফার্নান্দেজের পা থেকে। এমন আনন্দের দিনে ফেসবুকে লিখেছেন এই মিডফিল্ডার, ‘অবিশ্বাস্য সমর্থন ও পাঠানো বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।‘

আর্জেন্টিনা ও বাংলাদেশের এই পারস্পারিক সম্পর্ক আসলে অনেকদিন ধরেই হয়ে আসছে। এর আগে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনা | বাংলাদেশ | এনজো ফার্নান্দেজ