অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চব্বিশের অভ্যুত্থানও শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে।
বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটি একটি বিশেষ দিন। এই দুটি দিনই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন। সুতরাং, চব্বিশের অভ্যুত্থান দিবসটিকেও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ এবং ২০২৪ সালের দু'টি দিনের উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। আমরা যতটা সম্ভব এই লক্ষ্য অর্জনের চেষ্টা করব এবং সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।’
সালেহউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ২৬ মার্চ শহীদদের স্মরণ করে বলেন, ‘তাদের আত্মত্যাগের কারণে আমরা আজকের স্বাধীনতা পেয়েছি। আজকের এই দিনে আমরা ঘোষণা করছি- নতুন বাংলাদেশকে আরও সুখী এবং সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলব। যাতে বিশ্ব সমাজে আমাদের কদর বাড়ে এবং দেশের মানুষ আরও সুখী ও সমৃদ্ধ হয় ‘
এসি//