ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য মোট দুই কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে, ফ্ল্যাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
অর্থ উপদেষ্টা জানান, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে একটি ফ্ল্যাট কেনার জন্য এই অনুদান দেওয়া হচ্ছে। ১ হাজার ২১৫ বর্গফুটের ওই ফ্ল্যাটে শহিদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। পরে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অর্থ বিভাগ ওই অনুদান অনুমোদন দেয়।
এদিকে, গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শহিদ ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।
এমএ//