ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু প্রান্তে স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ যান চলাচল বেড়েছে। বিশেষ করে আজ (বুধবার) স্বাধীনতা দিবসের ছুটি ছিল। ফলে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত যানবাহনের চাপ ছিল বেশি।
যমুনা সেতুর টোল প্লাজা থেকে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হয়। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।
তারা আরও জানিয়েছে, স্বাভাবিক সময়ে এই রাস্তায় যতটা যান চলাচল করে, এখন তার চেয়ে ৫০ শতাংশ যান বেড়ে গেছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের ভাষ্য, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
এমএইচ//