বিনোদন

জিৎ-স্বস্তিকা জুটির সম্পর্ক এখনও শ্রদ্ধা ও ভালোবাসার

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ ও নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়।  তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় মিডিয়ায় নানা আলোচনা চলেছে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।  তবে সে সম্পর্ক শেষ হওয়ার পরও একে অপরকে কোনো কাঁদাছোড়া বা দোষারোপ করেননি তারা।  তাদের এই বিচ্ছেদ এখনও রহস্য হয়েই আছে।  

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একের পর এক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।  তাদের এই চার বছরের সম্পর্ক সিনেমার রুপালি পর্দার মতোই উজ্জ্বল ছিল।  তবে সেই সম্পর্ক একসময় ভেঙে যায় এবং তারা নিজেরা নিজেদের পথ আলাদা করে নেন।  বিচ্ছেদ নিয়ে কখনো মুখ খোলেননি তারা।  তবে গেলো বছর জিতের জন্মদিনে স্বস্তিকা প্রকাশ্যে তার প্রতি ভালোবাসার কথা জানান।

স্বস্তিকা ইন দ্য রিং ফিল্মফেয়ার বাংলাকে  এক সাক্ষাৎকারে বলেন , জিতের সঙ্গে তার মেয়ে খুব ঘনিষ্ঠ ছিল।  বড় হয়ে নাকি তাকে দোষারোপ করে তার মেয়ে।  মেয়ের দাবি ছিল, ‘জিৎ খুব সুপুরুষ ছিল , মা তুমি এটা কী করলে’? 

স্বস্তিকা আরও জানান , তার পরিবার বিশেষ করে তার বোন অজপা প্রচুর কান্না করেছিলেন তাদের বিচ্ছেদের কারণে।  তার বোন সম্পর্কের শেষ হওয়ার জন্য জিতকেই দোষারোপ করেছিল।  স্বস্তিকার মা ও বোন সবসময় তাদের বিয়ের পক্ষে ছিলেন।  তবে সম্পর্ক শেষ হওয়া নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছিলেন।  তবে সম্পর্ক ভাঙার পর কেউই এ বিষয়ে কখনো বিস্তারিত কিছু জানাননি।

কিছু বছর পর জিৎ বিয়ে করেন।  কিন্তু স্বস্তিকা নতুন কোনো সম্পর্কে জড়ালেও এখনও কাউকে বীয়ে করেননি।  সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এখনও বজায় রেখেছেন।

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন জিৎ ও স্বস্তিকা