বিনোদন

অঙ্কুশের রোমান্টিক চরিত্র, খলনায়ক 'রক্তবীজ ২' তে!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার ক্যারিয়ার এখন শীর্ষে।  বর্তমানে তিনি ‘নারী চরিত্র বেজায় জটিল’ নামক সিনেমা প্রযোজনা করছেন।  যা তার জন্য একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।  এর পাশাপাশি তিনি ‘রক্তবীজ ২’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করছেন।  সিনেমাটির পরিচালনা করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই সিনেমাটি পূজার আগে মুক্তি পাবে বলে জানা গেছে।

অঙ্কুশ হাজরা শুক্রবার (১১ এপ্রিল) সৃজিত মুখোপাধ্যায়ের মুক্তি পাওয়া ‘কিলবিল সোসাইটি’ সিনেমাতেও উপস্থিত থাকবেন।  যেখানে তিনি নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।  সিনেমার টিজার এবং গান ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।  ধারণা করা যাচ্ছে যে, এতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও অনেক জনপ্রিয় চেনামুখ থাকতে পারেন।

অঙ্কুশ জানিয়েছেন , এই সিনেমাতে তার উপস্থিতি একটি অতিথি চরিত্র হিসেবে যা সৃজিতের অনুরোধে সম্পন্ন হয়েছে।  তবে ‘রক্তবীজ ২’ সিনেমায় তার অভিনীত খলনায়ক চরিত্রটি ছিল বেশ আকর্ষণীয়।  সৃজিতের পরবর্তী সিনেমায় তার ভূমিকা নিয়েও অনেকেই আগ্রহী।

তাছাড়া অনন্যা চট্টোপাধ্যায় , রোশনি ভট্টাচার্য , শ্রুতি দাস , অঞ্জনা বসু , সোমক ঘোষ , এবং নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায় এর মতো প্রতিভাবান অভিনেতারা সৃজিতের এই নতুন প্রকল্পে অংশ নিচ্ছেন।  যারা আগে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘অতি উত্তম’, ‘এক্স প্রেম’  সিনেমাতে কাজ করেছেন।

 

এসকে//