বিনোদন

হাসপাতালে ভর্তি সৃজিত

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্ত ও অনুরাগীরা উদ্বেগে রয়েছেন । গত রাতে শ্বাসকষ্ট এবং মাথা ঘোরানোর উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর সৃজিতের অবস্থা স্থিতিশীল ছিল ।  তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তার শারীরিক অবস্থার সঠিক কারণ বলা সম্ভব নয়।

হাসপাতালের চিকিৎসকরা বিকেল বেলা জানিয়েছেন সৃজিতের শরীরে নানা পরীক্ষা চলছে। তবে তাদের কাছে আশার বার্তা এই যে, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগজনক কিছু নেই। তবে চিকিৎসকরা তার পুরনো স্বাস্থ্য সমস্যা খতিয়ে দেখছেন এবং সব পরীক্ষার ফলাফল আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে কেন এমন অস্বস্তি হচ্ছিল।

সৃজিতের অসুস্থতার খবরের পর তার অনুরাগীরা শঙ্কিত হয়ে পড়েছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে সৃজিতের দ্রুত আরোগ্য কামনা করছেন হাজারো ভক্ত। তার কাজের প্রতি ভালোবাসা যেন একেকটি প্রার্থনা হয়ে উঠেছে । সবাই চাইছেন পরিচালক দ্রুত সুস্থ হয়ে তার পরবর্তী কাজ নিয়ে ফিরে আসুন ।

বর্তমানে সৃজিতের হাতে একাধিক ছবি এবং সিরিজের কাজ রয়েছে। তার "কিলবিল সোসাইটি" ছবিটি সম্প্রতি পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। একদিকে যেমন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত "হেমলক সোসাইটি" সিক্যুয়েল সাফল্যের পথে, তেমনি সৃজিতের পরবর্তী প্রকল্পও অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাঁর "লহ গৌরাঙ্গের নাম রে" ছবির শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে।

শুক্রবার সৃজিত নিজেই জানিয়েছে যে, আগামী ছবিটি রানা সরকার প্রযোজিত । এতে দিব্যজ্যোতি দত্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি ২০২০ সালে ঘোষণা করা হয়েছিল । তবে নানা কারণে কাজ শুরু হয়নি। তবে এবার অবশেষে ছবির কাজ শুরু হতে যাচ্ছে । সবাই এই নতুন প্রকল্পটির জন্য অপেক্ষা করছেন ।

চিকিৎসকরা আশাবাদী যে, কিছু দিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হবে। পরিচালকের স্বাস্থ্য ফিরে আসলে, তার ভক্তরা আবারও সৃজিতের অসাধারণ সৃষ্টি ও নতুন চলচ্চিত্র নির্মাণ দেখতে পাবেন ।

এখন সবার মুখে, সৃজিত ফিরে আসুক তার সৃজনশীল কাজের পথে। পরিচালকের অসুস্থতার খবর যেমন তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, তেমনি এটি তার আগামী কাজের প্রতীক্ষাকেও আরো তীব্র করেছে। এখন সৃজিত দ্রুত সুস্থ হয়ে চলচ্চিত্র জগতে নতুন দিগন্ত উন্মোচন করুক এমনটাই প্রার্থনা করছেন। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সৃজিত মুখোপাধ্যায় | শ্বাসকষ্ট এবং মাথা ঘোরানো