আন্তর্জাতিক

‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ার চাপে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতিদের ওপর বিমান হামলার পরিকল্পনা নিয়ে বার্তা আদান প্রদান অ্যাপ ‘সিগনাল’-এর গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য আটলান্টিক রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ করেছে। এতে চাপে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করেছেন।

বিস্তারিত বিবরণ বের হওয়ার আগেই মঙ্গলবার (২৫ মার্চ) থেকে বিষয়টি নিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটিতে শুনানি চলছে।

ডেমোক্র্যাটদের দাবি, হুতিদের ওপর হামলার পরিকল্পনা প্রকাশ হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এতে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়েছে।

তবে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প | যুক্তরাষ্ট্র