আন্তর্জাতিক

হামাসের বিরুদ্ধে গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ‘হামাস বেরিয়ে যাও’, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাস’ ইত্যাদি স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা।

মঙ্গলবার (২৫ মার্চ) শত শত ফিলিস্তিনি হামাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। খবর বিবিসি।

এদিন জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা। এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

গাজাবাসী প্রশ্ন করেছে ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে তবে কেন এখনো গদি ছাড়ছে না কেন গোষ্ঠীটি তবে এর প্রতিক্রিয়ায় কোনো জবাব দেয় নি হামাস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত। আর যুদ্ধ চাই না। এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি। মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা।

প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইল | হামাস | গাজা