অর্থনীতি

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৭৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা  নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের নতুন এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন দাম আগামী ২৯ মার্চ শনিবার থেকে কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরী ৬ শতাংশ যুক্ত করতে হবে।

প্রসঙ্গত, গেলো ২৫ মার্চ সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিলো বাজুস।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন স্বর্ণ