থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ১৫ জনকে শণাক্ত করেছেন দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। ধ্বংসস্তূপের প্রায় তিন মিটার গভীরে শণাক্ত হওয়া এসব লোকদের কাছে এখন পর্যন্ত পানি বা খাদ্য পৌঁছানো সম্ভব হয়নি। তাদের জীবিত উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শনিবার (২৯ মার্চ) ব্যাংকক দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক সুরিয়ান রাভিওয়ান এসব তথ্য জানিয়েছেন। এই কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ত্রিশ তলার ভবনটি ধসে পড়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪৭ জন। তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্যাংকক দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক আরও জানান, ৩০ তলা নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের অস্তিত্ব শনাক্ত করা গেছে। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকলে ও পানিশূন্যতার কারণে ভুক্তভোগীদের মৃত্যু হতে পারে। তবে আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করার চেষ্টা করছি।
এদিকে, ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উদ্ধারকাজ সহজ করতে ক্রেন ট্রাক ব্যবহার করে ধ্বংসস্তূপের কংক্রিটের অংশগুলো সরানো হচ্ছে।
এমআর//