জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সৌদি আরব রিয়াদ শাখার উদ্দেগ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী রিয়াদের বাথা হোটেল ডি প্যালেসের হলরুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট উদ্যেক্তা ও ইনভেস্টর মো. সাইফুল ইসলাম।
ইফতারের আগে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখীসমৃদ্ধ সমাজ গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জাকাতে আল্লাহর হুকুম , জাকাতের নিসাব নির্ধারণ ও জাকাত আদায়ের পদ্ধতি এবং জাকাত বন্টনসহ যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আবুল হাসেম।
মো. সালাউদ্দীন ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইনভেস্টর মো. বারেক হোসেন, সৌদি আরবপ্রবাসী সাংবাদিক ফারুক আহমেদ চান, সোহরাব হোসেন লিটন,আব্দুল্লাহ আল মামু, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম আল আমিন ফরাজী, ডিরেক্ট্রর মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে।
এমআর//