ধর্ম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলাগুলো হলো, দিনাজপুর, ফরিদপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট ও পটুয়াখালী।

রোববার (৩০ মার্চ) সকালে এ সব এলাকার মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছেন।

সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দিনাজপুরের বেশ কয়েকটি গ্রামের মুসল্লিরা। রবিবার সকাল ৭টায় দিনাজপুর চারুবাবুর মোড়ে একটি কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মুসল্লির অংশ নেন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় এবং ১০টায় ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রায় ৯৫ বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে প্রায় ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন।

রোববার সকাল ৯টায় মাজার ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন পীর মাওলানা জাকারিয়া আল মাদানী।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২৩ গ্রামের ২৫ হাজার মানুষ ঈদ উদযাপন করছে। সকাল পৌনে নয়টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৮ গ্রামে, মহিপুরে ১ গ্রামে রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলার বেশ কিছু গ্রামে ঈদ উদযাপিত হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি আরব