দেশজুড়ে

চোর সন্দেহে পিটুনি দেয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ , নিহত ২

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোকে ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার করতেতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে সাকিব মিয়া (২০) ও একই এলাকার রাকিব মিয়া (২৬)।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে পলাশের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগদী এলাকায় সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামে এক যুবককে পেটায় স্থানীয় কিছু লোকএর জেরে সন্ধ্যার পর করতেতৈল গ্রামের একটি পক্ষ এবং বাগদী গ্রামের আরেকটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় করতেতৈল গ্রামের সাকিবকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে এবং একই গ্রুপের রাকিব নামে আরেক যুবককে ঢামেকে নেওয়ার পথে মারা যান। নিহতদের শরীর ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা

পলাশ থানার ওসি জানান, দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ঘটনার ছায়া তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে, আসলে কী নিয়ে সংঘর্ষ হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদী