আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্ব শেয়ারবাজারে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় ধরণের ধস নেমেছে। বিশেষ করে এশিয়ার কিছু অঞ্চলে শেয়ারবাজারের টানা দ্বিতীয় দিনেও পতন অব্যাহত রয়েছে।

বুধবার (২ এপ্রিল) ট্রাম্প যুক্তরাষ্ট্রে আদমাদিকৃত পণ্যের শুল্কনীতি পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ব শেয়ারবাজারে পতন ঘটতে থাকে। শুক্রবার (৪ এপ্রিল) নাইক, অ্যাপল ও টার্গেটের মতো বড় ভোক্তা পণ্য নির্মাতার শেয়ারদামের ৯ শতাংশেরও বেশি পতন ঘটে।

ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতির আওতায় চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা হবে। চীনের ওপর গড় শুল্ক ৫৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ হবে।

ফলে শুক্রবার (৪ এপ্রিল) সকালে এশিয়ার শেয়ারবাজারগুলোতে ব্যাপক পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৮ শতাংশ কমে গেছে, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ১ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ১.৪ শতাংশ কমে গেছে।

ট্রাম্পের শুল্কনীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দেখা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধস দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৪.৮ শতাংশ পড়ে গেছে, যার ফলে বাজার থেকে প্রায় ২ ট্রিলিয়ন ডলার মূল্য হারিয়েছে। ডাও জোন্স সূচক ৪ শতাংশ এবং প্রযুক্তি শেয়ারভিত্তিক নাসডাক ৬ শতাংশ কমে গেছে।

এছাড়া ইউরোপের অন্যান্য শেয়ারবাজারগুলোতেও পতনের ঝুঁকি রয়েছে। ট্রাম্পের এই নীতির ফলে বিশ্ববাণিজ্য দীর্ঘমেয়াদী অস্থিতিশীল সৃষ্টি করবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ট্রাম্প | শুল্ক নীতি