সৌদি আরবে জুলাই আন্দলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনের ঘটনায় প্রায় আট মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি প্রবাসী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
গেলো বছরের ৫ আগস্ট, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সৌদি আরবে বসবাসরত কয়েকজন প্রবাসী একটি ঘরোয়া দোয়ার আয়োজন করেন। এরপর স্থানীয় প্রশাসন তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।
প্রবাসীরা গণমাধ্যমকে জানান, তারা শান্তিপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে দোয়ায় আয়োজন করেছিলো। সেখানে কোনো বিক্ষোভ বা মিছিল ছিলো না। ঘরোয়া দোয়া যে অপরাধ হতে পারে, তা তারা জানতোই না।
দেশে ফেরত আসা প্রবাসীরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের যেনো আবার সৌদি পাঠানোর ব্যবস্থা করা হয়।
সরকারি সহায়তায় তারা আবার তাদের কর্মস্থলে ফিরে যেতে চায় বলেও জানিয়েছেন তারা।
এমএ//