নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আগামী সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করবে জাতীয় নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুনসহ ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া ৬ এপ্রিল সকাল দশটায় থিম্পুর উদ্দেশে রওনা হবেন।
এর আগের দিন তারা বাফুফে ভবনে ক্যাম্পে যোগ দেবেন। সেখানে তাদের সঙ্গে বৈঠক করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্ব নিরসন এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা- পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে সেই বৈঠকে। বাটলার-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উভয় পক্ষের সঙ্গে একাধিকবার বসেছেন। এরপরও আনুষ্ঠানিক সমাধান হয়নি।
বাটলার জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন। এশিয়ান কাপ সামনে রেখে খেলোয়াড়-কোচ-ফেডারেশন সব পক্ষকেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।