খেলাধুলা

মুলার-বায়ার্ন সম্পর্কে ভাঙনের সুর

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রয়োজন ফুঁড়িয়ে গেলেই সম্পর্কে ছেদ পড়ে! বয়স বেড়ে যাওয়া থমাস মুলারের সঙ্গে এমনটাই করতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ।  জার্মানির কিছু সংবাদমাধ্যমের মতে মুলারকে আর রাখতে চাইছে না বায়ার্ন। ৩৫ বছর বয়সী মুলারকে যে বেতন দিতে হচ্ছে তা আর টানতে চাইছে না ক্লাবটি।  এই অর্থ ব্যায় করতে যায় নতুন কোন প্রতিভার পেছনে।

আগামী জুনে বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হবে মুলারের। এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দিয়েছে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে না তারা।  যদিও জার্মান এই অ্যাটাকিং মিডফিল্ডার নাকি চেয়েছিলেন কমপক্ষে আরও একটি মৌসুম বায়ার্নে থাকতে।

জার্মান গণমাধ্যম সূত্রে অবশ্য বলছে এক মৌসুম না হলেও আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে মুলারকে নিয়ে যেতে পারে বায়ার্ন।  কিন্তু এ প্রস্তাবেও বোর্ড মেম্বারদের অনেকে রাজি নন।

গত দেড় যুগ ধরে বায়ার্নের জার্সি গায়ে খেলছেন মুলার। ক্লাবটির ১২৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলা ফুটবলার তিনি।  সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭৪২ ম্যাচ।  যেখানে গোল করেছেন ২৪৭টি। ১২টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি শিরোপা জিতেছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন থমাস মুলার | বায়ার্ন মিউনিখ