বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই। এ যেন বলিউডে নক্ষত্রপতন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। ইতোমধ্যেই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সিরোসিস অফ লিভার ছিল তার, যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। ২১ ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদ্রোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৩৭ সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে পঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে মনোজের জন্ম। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও ছবির জগতে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তার পদার্পণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে ছবিতে কাজ করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা।
তার প্রথম ছবি ‘ফ্যাশন’। ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ ছবি করে সাড়া ফেলে দেন তিনি। এরপর একের পর এক সিনেমা হিট। ১৯৬৫ সালে তার ‘গুমনাম’ সিনেমাটি আয় করেছিল ২.৬ কোটি টাকা। যা সেবছরের সর্বোচ্চ। এরপর ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ক্রান্তির মতো ছবি করেছেন তিনি। ক্রান্তি ছবিটির পর থেকেই তার নাম হয়ে যায় ‘ভারত কুমার’। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছেন তিনি। ১৯৭৫ সালে ‘রোটি কাপড়া অউর মওকান’ ছবির জন্য ফিল্ম ফেয়ারে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার। ১৯৯২ সালে পদ্মশ্রী পান ‘ভারত কুমার’। ১৯৯৯ সালে পেয়েছেন জীবনকৃতি সম্মান। ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পান তিনি।
২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। তবে বয়সজনিত সমস্যায় রোগে ভুগছিলেন বহুদিন ধরেই। একাধিকবার ভর্তি হতে হয় হাসপাতালে। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার ভোরে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, লিভার সিরোসিরের কারণেই এই মৃত্যু। মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান, আগামিকাল সকালে তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। মনোজ কুমারের এই মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন তারকারা।
জেএইচ