বিনোদন

মনোজ কুমারকে নিয়ে আবেগঘন বার্তা শাহরুখ খানের

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং প্রবীণ অভিনেতা মনোজ কুমারের মধ্যে এক সময় আইনি লড়াইয়ের ঘটনা ঘটেছিল।  ১৯৯০-এর দশকে মনোজ কুমার শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছিলেন। 

গেলো শুক্রবার (৪ মার্চ) মনোজ কুমারের মৃত্যুর খবর শোনার পর ফারহা খান তার ভাই সাজিদ খানকে নিয়ে মনোজ কুমারের বাসভবনে যান।  সেখানে তাকে শোক প্রকাশ করতে দেখা গেলেও শাহরুখ খানকে দেখা যায়নি। 

জানা যায় , ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি থেকে বিতর্কের সূত্রপাত। ফারহা খান পরিচালিত এই ছবিতে একটি জায়গায় মনোজ কুমারকে নকল করেছিলেন শাহরুখ।

মনোজের অভিযোগ ছিল, ছবিতে তাঁকে নিয়ে ব্যঙ্গ করে অপমান করা হয়েছে। বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি প্রয়াত অভিনেতা। ২০০৮ সালে এই ছবির নির্মাতা ও শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মামলা দায়ের করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, অবিলম্বে এই ছবি থেকে ওই দৃশ্য মুছে ফেলতে হবে এবং ক্ষমা চাইতে হবে।

মনোজ কুমারের প্রয়াণে বলিউডের বাদশাহকে দেখা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় , একদিকে আইপিএল মরশুম তার উপর আবার 'কিং' সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান।  তাই তিনি উপস্থিত হতে পারেননি।  তবে বলিউডের অধিকাংশ তারকা , এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মনোজ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। 

নেট পাড়ায় মনোজ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করলেও , শাহরুখ খানের সাথে তার অতীতের আইনি লড়াই নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

শাহরুখ খানকে প্রথমে শোকবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য না করলেও ,পরে শেষ পর্যন্ত শাহরুখ খান তার এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা প্রকাশ করেন। 

শাহরুখ খান তার একাউন্টে লিখেছেন , “মনোজ কুমার জি এমন সব ছবি তৈরি করেছেন , যা আমাদের দেশকে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে। এমনকি  ভীষণভাবে আন্তরিকতার সাথে সিনেমার মাধ্যমে একতার বার্তাও দিয়েছেন।  সত্যি বলতে তিনি একজন প্রকৃত কিংবদন্তি।  তার সিনেমাগুলি বলিউডে এক নতুন অধ্যায় তৈরি করেছিল।  সেই প্রভাব আজও বহাল রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যর।  আপনি চিরকাল আমাদের কাছে ‘ভারত’ হয়েই থাকবেন।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন শাহরুখ খান | মনোজ কুমার