বায়ার্ন মিউনিখ কিংবদন্তি থমাস মুলার ২৫ বছর পর ক্লাব থেকে বিদায় নিচ্ছেন। এই বিদায় অবশ্য স্বেচ্ছায় নিচ্ছেন, এমনটি নয়। বায়ার্ন আর চায় না মুলারকে রাখতে, ফলে এই ফুটবলারের বিদায় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ফলে মৌসুম শেষে আর পরিচিত জার্সিতে দেখা যাবে না তাকে।
মুলারের বর্তমান বয়স ৩৫ বছর। তিনি ২০০০ সালে বায়ার্ন মিউনিখে যোগ যেন। ক্লাবটির হয়ে ৭৪৩ টি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে আছে ৩৩ টি ট্রফি, যার মধ্যে ১২ টি বুন্দেসলিগা, ৬ টি জার্মান কাপ ও ২ টি চ্যাম্পিয়নস লিগ। তিনি জার্মানির হয়ে ২০১৪ সালে জিতেছেন ফিফা বিশ্বকাপ।
বিদায়ী বার্তায় থমাস মুলার লিখেছেন, ‘এটা স্পষ্ট যে আজকের দিনটি আমার জন্য অন্য কোনো দিনের মতো নয়। আমি ২৫ বছর ধরে যে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছি, তা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটি ছিল একটি অসাধারণ যাত্রা, যা একে একে তৈরি করেছে অনন্য অভিজ্ঞতা, স্মরণীয় সাক্ষাৎ এবং অম্লান সাফল্য। আমি অগাধ কৃতজ্ঞতা এবং আনন্দ অনুভব করি যে, আমি আমার প্রিয় ক্লাবের হয়ে এই ক্যারিয়ারটি গড়তে পেরেছি।‘
তিনি লিখেছেন, ‘ক্লাবটির সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক এবং দারুণ সব সমর্থকদের সঙ্গে যে অটুট বন্ধন, তা চিরকাল থাকবে। বিদায় নেওয়ার সময়, আমার যা চাওয়া তা স্পষ্ট: এমন শিরোপা, যেগুলো আমরা একসাথে উদযাপন করতে পারি, এবং এমন মুহূর্ত, সেগুলো আমরা দীর্ঘদিন মনে রাখব। আগামী কয়েক সপ্তাহে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে লিগ শিরোপা আবার মিউনিখে ফিরে আসে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ‘ফিনালে দাহোম’ পৌঁছাতে পারি। চলুন, একসাথে এগিয়ে যাই!’
সম্প্রতি খবর প্রকাশিত হয়, মুলারকে আর রাখতে চাচ্ছে না বায়ার্ন মিউনিখ। যদিও মুলারের এখনই ক্লাব ছাড়ার ইচ্ছা ছিল না। তবে বাস্তবতা মেনে নিতে হচ্ছে মুলারকে। শেষ পর্যন্ত বিদায়কেই করতে হচ্ছে সঙ্গী।
এমএইচ//