পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে বড় ভাই মাওলানা ইয়াসিনের হাতে ছোট ভাই মাওলানা মাসুম খুন হয়েছেন। ইয়াসিনের হাতে গুরুতর আহত তার মা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। তার ৫ শতাংশ বেঁচে থাকার আশার কথা জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (৪ এপ্রিল) চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।
জানা যায়, বেশ কিছুদিন ধরে ইয়াসিনের সঙ্গে তার ছোট ভাই মাসুম ও তার মায়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল (৩ এপ্রিল) তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন ইয়াসিন।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করেন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াসিন পলাতক। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
আই/এ