ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠছে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার রাজধানীর ভাটারা থাকায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
গৃহকর্মী পিংকি আক্তার গণমাধ্যমকে জানান, এক মাস আগে কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে পরীমনির বসুন্ধরার বাসায় তার এক বছর বয়সী শিশুর দেখাশোনার দায়িত্বে কাজ শুরু করেন পিংকি। তবে শিশুর দেখভাল ছাড়াও বাসার অন্যান্য কাজও করতে হতো তাকে।
পরীমনীর শিশুকে ২ ঘণ্টা পরপর সলিড খাওয়াতে হতো। গেলো ২ এপ্রিল শিশুটিকে সলিড খাবার খাওয়ানোর কিছু সময় পর কান্না করতে থাকলে পিংকি সলিড খাবার না দিয়ে দুধ খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে তাকে দুধ প্রস্তুত করতে দেখলে পিংকিকে গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণ করেন।
পিংকি আক্তার বলেন, ‘পরীমনি আমাকে মাথায় ও চোখে আঘাত করেন, এতে আমি তিনবার পড়ে যাই এবং এখনো চোখে ভালোভাবে দেখতে পাই না।‘
তিনি বলে, ‘আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরীমনিকে অনুরোধ করি, কিন্তু তারা আমাকে এক প্রকার গৃহবন্দি করে রাখে।‘
গৃহকর্মী পিংকি জানান, তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান। তার কাজিন ও পুলিশ আসার পর তাকে বাসার নিচে নামিয়ে দেওয়া হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
এমএ//