চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ৮ দল নিয়ে ভারতে বসতে যাচ্ছে মেয়েদের বিশ্বকাপের আসর। এরমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৬ দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব খেলে। যেখানে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
আগামী ৯ থেকে ১১ এপ্রিল ৬ দল নিয়ে নারী বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই শুরু হচ্ছে।
বাংলাদেশ দল এখানে লড়বে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। যারা শীর্ষ দুইয়ে থাকবে, তারাই খেলবে বিশ্বকাপের মূল পর্বে।
এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েরা একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলেছে, ২০২২ সালে। বাছাইপর্বে থাকা পাঁচ প্রতিপক্ষের চার প্রতিপক্ষের অবস্থান বাংলাদেশের চেয়ে পেছনে। কেবল ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৬ নম্বরে। অন্যদিকে থাইল্যান্ড ৯, পাকিস্তান ১০, আয়ারল্যান্ড ১১ ও স্কটল্যান্ড আছে ১২ নম্বরে।
এবার বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে অন্তত ৪ টি ম্যাচ জিততে হবে। তিনটি ম্যাচ জিতলেও চলবে। তবে সেক্ষেত্রে নেট রান রেট ও বাকি দলগুলোর দিকে তখন তাকিয়ে থাকতে হবে।
আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
এমএইচ//