যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের পণ্যও রয়েছে। যা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করেছে। বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সভা আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা এই সভায় অংশ নেবেন। সভায় মার্কিন শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের করণীয় বিষয়ে আলোচনা হবে এবং সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে গেলো ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ১৮৫টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশসহ এসব দেশ ন্যূনতম ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের কবলে পড়েছে। এর মধ্যে বাংলাদেশি পণ্যগুলোর ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে চীন ও কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে। চীন ৩৪ শতাংশ এবং কানাডা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে বিমসটেক সম্মেলন চলাকালে এই শুল্ক ইস্যু নিয়ে এক বিবৃতিতে জানান, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি এবং ইতিবাচক আলোচনা অব্যাহত রাখতে আশাবাদী। আমি নিশ্চিত যে, আমরা একটি উত্তম সমাধানে পৌঁছাতে পারব, যা উভয় পক্ষের জন্য লাভজনক হবে।’
অন্যদিকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এটি আলোচনাযোগ্য একটি বিষয়। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব এবং শুল্ক ইস্যু সমাধানে সুসমাধান পেতে সচেষ্ট থাকব।’
এসি//