জাতীয়

রপ্তানি বাড়াতে সব ধরণের পদক্ষেপ নেবে সরকার : প্রেস সচিব

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিশ্বে রপ্তানি বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে অংশগ্রহণের আগে এ কথা বলেন প্রেস সচিব।

তিনি বলেন,  আজকের আলোচনার পর এমন একটি সিদ্ধান্ত আসবে, যাতে বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে আরও বাড়বে, কমবে না।

প্রেস সচিব জানান, শনিবার দুপুরে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের দীর্ঘ বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠকে করেন উপদেষ্টা আশিক চৌধুরী। এসময় রপ্তানিকারকদের কাছ থেকে প্রস্তাবনা ও পরামর্শ গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, কারণ ব্যবসায়ীরাই তো এক্সপোর্ট করেন। তাদের পরামর্শগুলোই আজকের বৈঠকে বিশ্লেষণ করা হবে। চুলচেরা বিশ্লেষণের পরই সরকার ব্যবসাবান্ধব সিদ্ধান্ত নেবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেস সচিব