আন্তর্জাতিক

গাজায় ৭০ শতাংশ পানি সরবরাহ বন্ধ করলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় মোট পানি সরবরাহের ৭০ শতাংশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল বাহিনী। ইসরাইলি কোম্পানি মেকোরেট থেকে উপত্যকাটিতে পানি সরবরাহ করা হতো।

শনিবার (৫ এপ্রিল) তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা উপত্যকা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।  তবে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানিশূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে উপত্যকাটি।

গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার জানায়, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি বলেন, ‘পানি সরবরাহ বন্ধ সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরাইলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে।‘

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরাইল বাহিনীর বর্বর হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি নিহত ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গত মার্চ মাস থেকে পুনরায় উপত্যকাটিতে সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিন | ইসরাইল