কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। রোববার (৬ এপ্রিল) উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
নিহতরা হলেন, স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। রোববার (৬ এপ্রিল) সকালে সীমানার দেয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর দুপুরে হঠাৎ করে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মাওলানা মামুনসহ তিনজন নিহত হয়।
এমএ//