দেশজুড়ে

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হচ্ছেচরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরসামাইয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে তানজিল (৮) এবং কামালের মেয়ে তামান্না (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।  অপর শিশু ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুবেলের ছেলে জিসান (৪)।

রোববার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলাধীন চরসামাইয়া এবং ভেলুমিয়া ইউনিয়নে তাদের মৃত্যু হয়। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শংকর তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মৃত দুই শিশুর স্বজন মো. হাবিবুর জানান,  দুপুরের দিকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে দল বেঁধে পুকুরে গোসল করতে যায় শিশু তানজিলএমন সময় পুকুরের ভেতরে গভীর পানিতে ডুবে যাচ্ছিলো সেবিষয়টি দেখতে পায় তার ফুফাতো বোন তামান্না। সেও সাঁতার জানত না। পরে ভাইকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে তামান্না পুকুরে ঝাঁপ দিলে দুজনই একসঙ্গে ডুবে যায়। পরে বাড়ির অন্যরা দেখতে পেয়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশু জিসানের মা। ধারণা করা হচ্ছে, সে সময় ঘর থেকে জিসান বেরিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ভোলা