যুদ্ধ বিরতির ঘোষণার পরও গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন একদল তরুণ। এ ঘটনায় দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ এ মিছিল বের করে। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল বের করার পর তারা মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিছিলের সামনে অবস্থান নেয় পুলিশ।
এক বিক্ষোভকারী বলেন, ‘ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।’
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ বলেন, ‘ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।’
এদিকে পুলিশের পাশপাশি সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন দূতাবাসের সামনে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে।
আই/এ