বিনোদন

‘কারিনা কিন্তু সুবিধের মেয়ে নয়’, বিয়ের আগে সাইফকে সাবধান করেছিলেন কে?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপূর খান (বেবো) এক সাক্ষাৎকারে জানিয়েছে, সাইফ আলি খানের সাথে তার প্রেমের গল্প শুরু হয়েছিল ২০০৩ সালে। 'টশন' ছবির শুটিং চলাকালীন থেকে তাদের এই সম্পর্কের সূচনা হয়েছিল। এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি নাকি কারিনা নিজেই নেন। কারণ তিনি জানান, সাইফ সহজে মহিলাদের সঙ্গে মিশতে পারেন না। তবে তার প্রস্তাবে সাইফ সাড়া দিয়েছিলেন এবং পরে সেই সম্পর্ক গড়ে ওঠে।

কারিনা নিজেই এক অনুষ্ঠানে এই কথা প্রকাশ করেন। যেখানে তিনি জানান, অক্ষয়ের কথাগুলি সাইফের কাছে পৌঁছেছিল। কিন্তু তিনি সেগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং সিদ্ধান্ত নেন যে, তিনি যেভাবে থাকবেন, তাতে কোনো সমস্যা হবে না। কারিনা জানান, "আমাদের সম্পর্কের সুতো বোধহয় অনেক আগে থেকেই বাঁধা ছিল।"

'টশন' ছবিতে সfইফের সহ-অভিনেতা অক্ষয় কুমার ছিলেন। কারিনা-সাইফ জুটির সম্পর্ক শুরু হওয়ার পর অক্ষয় সাইফকে সাবধান করেছিলেন। তিনি সাইফকে বলেছিলেন, ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পুরো পরিবারই ভয়ঙ্কর। আমি ওদের ভাল করেই চিনি। তাই যাই করো না কেন, একটু ভেবে চিন্তে এবং সাবধানে করবে। অক্ষয়ের সতর্কবার্তা শুনে সাইফ জানিয়েছিলেন,  পুরো পরিস্থিতি তিনি বুঝে নিয়েছেন এবং সবকিছু সামলে নেবেন।

এতদিনের অপেক্ষার পর, ২০১২ সালে কারিনা ও সাইফ তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন এবং বিয়ে করেন। বর্তমানে তারা দুই পুত্রসন্তানের অভিভাবক।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন কারিনা কাপূর খান | সাইফ আলি খান