বলিউডের অন্যতম আলোচিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। এই দম্পতির সম্পর্কের মাধুর্য ও পারিবারিক বন্ধন তাদেরকে বলিউডের শক্তিশালী জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের প্রথম সন্তান তৈমুর আলি খান ও দ্বিতীয় সন্তান জেহ আলি খানকে নিয়ে সুখী পরিবার গড়েছেন তারা।
সাইফ ও কারিনার সম্পর্কের গভীরতা ও পারিবারিক ঐক্য তাদেরকে বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি হিসেবে পরিচিত করেছে।
সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্মগ্রহণ করেন দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। তবে ২০০৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
সারা আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমার কাছে বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল দম্পতি হচ্ছে আমার বাবা অর্থাৎ সাইফ ও কারিনা।
তিনি আরও বলেন, আমি বাবা সাইফকে তো ভালোবাসি সেইসঙ্গে কারিনাকেও আমার খুব পছন্দ।
অন্যদিকে, সাইফ আলি খান তার ও অমৃতা সিংয়ের বিচ্ছেদকে 'বিশ্বের সবচেয়ে খারাপ ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি কখনওই এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি। তবে সারা আলি খান মনে করেন, তারা একসঙ্গে সুখী ছিলেন না, তাই আলাদা হওয়া ছিল সেরা সিদ্ধান্ত। তিনি আরও বলেন, "যখন সবাই সুখী, তখন আমরা সবাই সুখী।
এসকে//