বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অর্জুন-কারিনাকে ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক

বলিউডের আলোচিত জুটি কারিনা কাপুর খান এবং অর্জুন রামপাল ২০১২ সালে মধুর ভাণ্ডারকরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ ছবিতে একসঙ্গে পর্দায় হাজির হন। যদিও ছবির কাহিনীতে তাদের চরিত্রের সম্পর্কটি শেষ পর্যন্ত গড়ায়নি। তবে তাদের মধ্যে দেখা যায় বেশ কিছু ঘনিষ্ঠ ও প্রেমময় দৃশ্য, যা দীর্ঘ সময় ধরে দর্শকদের মনে রয়ে গেছে।

সম্প্রতি অর্জুন রামপাল এক সাক্ষাৎকারে কারিনা'র সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন। 

তিনি বলেন, “কারিনার সঙ্গে কাজ করতে বেশ ভালো লেগেছিল। আমাদের পর্দার সম্পর্ক অনেক বিশেষ ছিল এবং এখনো সেই স্মৃতিগুলো মনে করি।” তার এই মন্তব্য আবারো সোশ্যাল মিডিয়া এবং নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এমন মন্তব্যের পর অনেকেই তাকে অপেশাদার বলে সমালোচনা করেছেন। এক রেডিট ব্যবহারকারী মন্তব্য করেন, “অর্জুনের এই মন্তব্য খুব অদ্ভুত ও অস্বাভাবিক।” 

অন্য একজন বলেন, “তখন হয়তো সবাই এমন মন্তব্য করতে দ্বিধাবোধ করতেন না।” আবার কিছু দর্শক মনে করছেন, অর্জুন হয়তো এসব বলতে চাননি এবং তার কথাগুলোর ভুল ব্যাখ্যা করা হয়েছে।

‘হিরোইন’ ছবির কাহিনী ছিল একজন অভিনেত্রী মাহি'র জীবন ঘিরে, যিনি তার বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি ঘটানোর পর এক ভয়ানক হতাশার মধ্যে পড়ে যান। তার ক্যারিয়ারের পতন ঘটে, তবে শেষে তিনি আবার নতুন করে জীবন শুরু করেন। ছবির মধ্যে কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল, যেখানে অর্জুন এবং কারিনা তাদের চরিত্রের মধ্যে গভীর সম্পর্ক ফুটিয়ে তুলেছিলেন।

উল্লেখ্য, ছবির অন্যান্য চরিত্রে রণদীপ হুদা, মুগ্ধা গডসে এবং দিব্যা দত্ত সহ আরও অনেক অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও অর্জুন ও কারিনা'র পর্দায় রসায়ন প্রশংসিত হয়েছিল। বর্তমান সময়ে তাদের মন্তব্যটি কিছুটা বিতর্কের সৃষ্টি করেছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কারিনা কাপুর খান #অর্জুন রামপাল