জনদুর্ভোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে

ঈদযাত্রার শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ি ফিরতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপে তৈরি হয়েছে তীব্র যানজটের। এতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের আটকে থাকতে হচ্ছে ঘরমুখো মানুষদের।  শুক্রবার (০৬ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।

এদিন যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জামুর্কি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ধীর গতিতে যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার (০৪ জুন) ভোর ৪টা থেকে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট সারাদিন পেরিয়েও সারা রাত অব্যাহত থাকে। ফলে বাড়তে থাকে মহাসড়কের যানজট। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ২৮০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যানজট #ভোগান্তি #মহাসড়কে জ্যাম #জ্যাম #মহাসড়ক #যমুনা সেতু #যামুনায় যানজট