গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (০৬ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝুলফিকার আলী ভুট্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে একটি বাস পলাশবাড়ী যাচ্ছিল। বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর নামক স্থানে ওভারটেক করার সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে তিনজন অটোযাত্রী নিহত হন। আহত হয় অন্তত চার জন। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ সময় বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গিয়েছে।
ওসি ঝুলফিকার আলী বলেন, বাসটি আটক করা হয়েছে। নিহতের শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএ//