জাতীয়

জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আইসিসিতে যাবে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বায়ান্ন প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নয়, বাংলাদেশ নিজস্ব আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন করবে।

তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য বাংলাদেশের আদালত যথেষ্ট সক্ষম। তবে তদন্ত বা অন্য যেকোনো সহযোগিতায় আইসিসিসহ আন্তর্জাতিক মহলের সহায়তাকে আমরা স্বাগত জানাই।’

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারে সক্ষম দেশের ট্রাইব্যুনাল, তবে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যে কোনো সহযোগীকে স্বাগত জানানো হবে।

 এদিন তদন্ত ও বিচারের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন আয়নাঘরে গুমের শিকার ভুক্তভোগীরা। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিমসহ নয় জন। প্রসিকিউশনের তথ্য মতে, পুলিশ, আওয়ামী লীগ ,ছাত্রলীগের গুলিতে আহতের সংখ্যা ৪৫৯ জন।

এদিন এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম ও অস্ত্রধারী যুবলীগ নেতা ফিরোজকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরমধ্যে ফিরোজকে পাঠানো হয় কারাগারে। আর সাবেক এমপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়। আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় হাজির করতে বলা হয় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিসহ ৩ জনকে।

 জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন গুম ও নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগী।

সাবেক কর্নেল হাসিনুর রহমান ও হাসান নাসির বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিচারপ্রক্রিয়া দৃশ্যমান হলে ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আসা হুমকির ঘটনাও কমে আসবে বলে আশা করা যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন জুলাই-আগস্ট | গণহত্যা | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল