দেশজুড়ে

উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় উপজেলায় এসএসসি পরীক্ষার দিন প্রবেশপত্র না পেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পরীক্ষা দিতে গিয়ে তারা দেখেন, স্কুল বন্ধ, গেটে তালা ঝুলছে। এতে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা, পরে স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

উখিয়ার মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামের একটি বেসরকারি বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। ওই স্কুলের ১৩ জন পরীক্ষার্থীর কাউকেই প্রবেশপত্র দেওয়া হয়নি।

এ বিষয়ে নিশ্চিত করেছেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী। তিনি জানান, ‘পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে স্কুল কর্তৃপক্ষ আমাদের জানায়, শিক্ষার্থীরা প্রবেশপত্র পায়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটি বোর্ডে ফরম পূরণের প্রক্রিয়াই সম্পন্ন করেনি।‘

তিনি আরও বলেন, ‘এ ধরনের অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছে। অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘

এক পরীক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘মেয়ের ফরম পূরণের সব টাকা দিয়েছি। সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও এসে দেখি স্কুল তালাবদ্ধ, কেউ নেই—প্রধান শিক্ষকসহ সবাই পালিয়ে গেছে।‘

এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার | এসএসসি | সড়ক অবরোধ