পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন। শুক্রবার মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে বেইজিং। আর নতুন করে এই শুল্কারোপের পর মুখ খুলেছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চীনা এই প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ ‘ভয় পায় না।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, শুল্ক বৃদ্ধি নিয়ে বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি ইটের বদলে পাটকেল নিক্ষেপের যুদ্ধে লিপ্ত আছে। চীনা পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপের জবাব দিতে মার্কিন পণ্যে নতুন করে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো বেইজিং।
চীন বলছে, তারা আর নতুন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে না। শুল্ক এর চেয়ে বেশি বাড়ানো অর্থহীন হবে বলে মনে করছে দেশটি।
এনএস/