গাজায় দখলদার ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।
বিকেল ৩টায় কর্মসূচির ডাক থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে শুরু করে। মিছিল, ব্যানার, ও ফিলিস্তিনের পতাকা হাতে রাজপথে ঢল নামে জনতার।
শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয় এই প্রতিবাদে। কেউ ফিলিস্তিনি শিশুদের মতো প্রতীকী সাজে, কেউ আবার স্লোগানে মুখর করে তোলে রাজপথ।
রাজু ভাস্কার্যের সামনে পতাকা হাতে জড়ো হয়েছে হাজারো মানুষ
ফিলিস্তিনি পতাকা হাতে রিকশাচালক
মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে কিছু লোক
হাতে ফিলিস্তিনি পতাকা, মুখে রক্তের ছাপ, মাথায় ব্যান্ডেজ, হাজারো ফিলিস্তিনি শিশুর প্রতীক হয়ে জনতার মাঝে এক শিশু
কাফনের কাপড় মোড়ানো প্রতীকী লাশ, মুখে রক্ত ও বেদনার ছাপ, মনে হচ্ছে যেনো গাজার কোনো এক শিশু ঢাকার রাজপথে নেমেছে
প্রতীকী রক্তমাখা পোশাক, ব্যান্ডেজ, ফিলিস্তিনের পতাকা হাতে প্রতীকী লাশের সামনে মিছিন করছে শিশুরা, তাদের সঙ্গে মিছিলে অংশ নেয় নানা বয়সের মানুষদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছে হাজারো মানুষ