দেশজুড়ে

উৎসবমুখর পরিবেশে পাবনায় ১৪৩২ বর্ষবরণ উদযাপিত

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসানএই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় জেলাবাসী

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় পাবনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। জাতীয় সংগীতের পরেই বের হয় আনন্দ শোভাযাত্রা।

জেলা সদরের সরকারি বে-সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নারী-পুরুষ সদস্যরা এবারের আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে ব্যানার,ফেসটুন নিয়ে নতুন পোশাকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে আসেন অংশ গ্রহণকারীরা। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে পালকি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি ও ঢাক-ঢোল নিয়ে বাজনার তালে উৎসবে মেতে উঠেন সকলে।

শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বর হয়ে পৌর টাউনহল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, জেলা জামায়াতে নায়েবি আমির ইকবাল হোসনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা