বিনোদন

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই।  মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ।  কিন্তু সব চেষ্টার পরও মৃত্যুকে থামানো যায়নি।

গুণী এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি ।  সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন , "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।  আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন ।  ব্যাচেলর পয়েন্ট এ কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি ।  আপনাকে আমরা অনেক মিস করব আপা ।  আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস নসিব করুন।  আমিন।"

গুলশান আরা আহমেদের অভিনয়জীবন শুরু হয় ২০০২ সালে । ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর চলচ্চিত্রের প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি নাম লেখান বড় পর্দায় । নাম লেখান বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে । প্রয়াত নির্মাতা এনায়েত করিমের পরিচালনায় ‘কদম আলী মাস্তান’ ছিল তার প্রথম সিনেমা।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তার অভিনীত চরিত্রগুলো বিশেষ করে , কাবিলার আম্মা ও চেয়ারম্যান চরিত্র দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। সহজ , সাবলীল অভিনয়ে তিনি হয়ে উঠেছিলেন ঘরের মানুষ ।  তার বিদায়ে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

গুলশান আরা আহমেদের মৃত্যুতে বাংলাদেশ বিনোদন জগত হারাল এক প্রিয় মুখকে।  তার অবদান , অভিনয় আর ভালোবাসায় ভরা উপস্থিতি দর্শকদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন অভিনেত্রী | গুলশান আরা আহমেদ