বছর ঘুরলেই যে প্রশ্ন ভেসে আসে লক্ষ কোটি দর্শকের মনে “ ফিরছে তো কেবিসি ? ” হ্যাঁ , সেই উত্তর এবার নিশ্চিত । ফিরছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ । আর ফিরছেন সেই চিরচেনা , চিরপ্রিয় কণ্ঠে অমিতাভ বচ্চন।
কেবলমাত্র এটি একটি শো নয় , এ যেন লাখো দর্শকের এক আবেগের নাম । রাত্রির আঁধারে আলো জ্বালানো এক স্বপ্নযাত্রা । অমিতাভ বচ্চনের বয়সের ভাঁড় হিসেব করলে তাকে কখনই কেউ থামাতে পারেনি । গুঞ্জন উঠেছিল , তিনি হয়তো এই মৌসুমে থাকছেন না । কিন্তু সম্প্রতি প্রকাশ হওয়া এক প্রোমোতে সকলের সেই ভুল ধারণা ভেঙে দিয়ে জানিয়ে দেন তিনি - " আমি আসছি , আবারও হট সিটের পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখা মানুষদের গল্প শুনতে । "
‘ কৌন বানেগা ক্রোড়পতি ’-র নতুন মৌসুমের ঘোষণা এসেছে । রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৪ এপ্রিল রাত ৯টা থেকে । দর্শকরা এবারও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পৌঁছে যেতে পারবেন স্বপ্নের হট সিটে । যারা নিজেকে কেবিসির আলোয় দেখতে চান, তাদের জন্য শুরু হবে নতুন এক অধ্যায় । Sony Entertainment Television -এ এই জনপ্রিয় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে । চ্যানেল ও সোনির ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ।
কারণ কেবিসি শুধুমাত্র একটি কুইজ শো নয় , এটি লাখো মানুষের গল্পের মঞ্চ । যেখানে জ্ঞান , সাহস , অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস নিয়ে মিলেমিশে তৈরি হয় নতুন পথচলা । যেখানে কৃষক , শিক্ষার্থী , গৃহিণী হয়ে ওঠেন কোটি টাকার দাবিদার।
প্রোমো ভিডিওটিই ছিল সেই ছোট্ট একটি নাটকের দৃশ্য । পেটব্যথায় কাতর অমিতাভ , পাশে দাঁড়ানো ডাক্তার । ডাক্তার জিজ্ঞেস করেন , “ আপনি কি কিছু ভুল খেয়েছেন ? ” অমিতাভ ধীরে বলেন , “ না… ভুল কিছু খাইনি… বরং… একটা কথা বলার জন্য পেট ব্যথা করছে । ” ডাক্তার রেগে যাওয়ার পর বিগ বি হেসে হেসে বলেন , “ আচ্ছা , ছোট ছোট করে বলছি ১৪ এপ্রিল , রাত ৯টা থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন । সঠিক উত্তর দিন , আর সুযোগ পেয়ে যান হট সিটে বসার । ”
বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে , কেবিসির পাশাপাশি 'কল্কি' সিনেমার দ্বিতীয় পর্ব নিয়েও ব্যস্ত হয়ে উঠছেন অভিনেতা অমিতাভ । শরীর হয়তো মাঝে মাঝে ক্লান্ত , কিন্তু মনের দৃঢ়তা আজও তার তরুণ । অভিনয় তার জীবনের প্রার্থনা , আর ক্যামেরা তার মঞ্চ।
এসকে//