বিনোদন

নতুন বছরে যেভাবে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং খ্যাতনামা পোশাকশিল্পী পরমা ঘোষ। দীর্ঘদিনের সঙ্গী, বন্ধুত্বের প্রতীক ও একসঙ্গে পথচলা এই দুই শিল্পী এবার নববর্ষে নতুন সাজে নিজেদের মেলে ধরলেন।

নববর্ষের এই বিশেষ দিনে স্বস্তিকা মুখোপাধ্যায় তার বন্ধু ও পোশাকশিল্পী পরমা ঘোষের ডিজাইন করা পোশাক দিয়ে নিজে নতুন রূপে আবির্ভূত হয়েছেন। সেখানে স্বস্তিকা পরেছিলেন জ্যাকেট, টপ এবং টিউনিক যা তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে খাপ খেয়েছে। 

পরমা ঘোষ অকপটে বলেন, “আমি এতদিন আড়ালে এই কথাটা বলতাম, কিন্তু আজ প্রকাশ্যে বলছি স্বস্তিকাকে আমার পোশাকে যতটা সুন্দর লাগবে,অন্য পোশাকে ততটা লাগবে না। এটা এক ধরনের পক্ষপাত, ভালোবাসা এবং একটু হিংসুটেপনার জায়গা থেকে বলছি। ওকে সুন্দর দেখাতে আমার পোশাকগুলো আরও সুন্দর হয়ে ওঠে।

এই নতুন সাজ ও মেলবন্ধন নববর্ষের উপলক্ষে প্রকাশ পেয়েছে, যখন নতুন বছরের শুরুতেই ভক্তদের সামনে হাজির হয়েছেন স্বস্তিকা। এটি একেবারে গ্রীষ্মকালীন সাজে নতুন এক দিগন্তের সূচনা।

স্বস্তিকা এবং পরমার এই বিশেষ শুটিংটি হয়েছে সমুদ্রতটে এবং পুদুচেরির শুটিং ফ্লোরে। যেখানে প্রকৃতি, ফুল এবং সমুদ্রের আমেজে মিশে গেছে এক প্রাণবন্ত সাজ।

স্বস্তিকার পোশাকের নির্বাচন এবং সাজের মধ্যে এক ধরনের স্বাধীনতা ও শৈল্পিক সত্ত্বা ফুটে ওঠে। পরমা বলেন, স্বস্তিকা খুব সহজেই সাধারণ প্রসাধনীর মাধ্যমে অন্য একটি লুক পেতে পারে। তাকে স্টাইলিস্টের দরকার নেই, কারণ সে নিজেই নিজের সাজের মাস্টার।

তাছাড়া স্বস্তিকা নিজে তার পুরনো সাজের প্রতি এক ধরনের আকর্ষণ দেখিয়েছেন। আমরা যা পরতাম, সেটা নিয়েই ফেরানোর চেষ্টা করেছি। যা কিছু পরতে চাই, আর যা আমার বন্ধু পরতে চায় তা-ই বানিয়েছি।

নতুন বছরের আগমন উপলক্ষে, স্বস্তিকা হলুদ শাড়ি এবং বেগনি রঙের ব্লাউজ পরে এক বিশেষ লুক তৈরি করেছেন। পিঠে দক্ষিণী হরফে লেখা একটি শব্দ, কাঁধে কলার  এবং চুলে হলুদ ও বেগনি ফুল সব কিছু মিলে এক অনন্য সাজ তৈরি হয়েছে। 

অন্যদিকে, কালো প্রিন্টেড শাড়ি এবং বেজ রঙের ব্লাউজ পরা স্বস্তিকা, তার পিঠের ডিজাইনে এক নতুন হিল্লোল তৈরি করেছেন, যা দর্শকদের নজর কাড়ে।

এক সময়কার কাচের চুড়ি, টিপ, ফিতে এবং ফুল এগুলো দিয়ে স্বস্তিকা নিজেকে সাজিয়েছেন, যা তার ছোটবেলার সাজের স্মৃতিকে আবার ফিরে নিয়ে আসে। স্বস্তিকার এই নতুন রূপের সঙ্গে পরমা ঘোষের পোশাকের বিশেষ সমন্বয় দর্শকদের মনে এক নতুন ছাপ রেখে গেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন স্বস্তিকা মুখোপাধ্যায় | বাংলা চলচ্চিত্র