আন্তর্জাতিক

চীন-ভারত সম্পর্কে নতুন মোড়, ৮৫ হাজার ভারতীয়কে ভিসা দিলো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

ধীরে ধীরে সম্পর্কের বরফ গলছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের। ৮৫ হাজার ভারতীয় নাগরিককে ভিসা ইস্যু করেছে বেইজিং। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপ্রিলের ২৫ তারিখের মধ্যে এসব ভিসা ইস্যু করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতে থাকা চীনের রাষ্ট্রদূত শু ফেইহং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, চলতি বছরের এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত দূতাবাস ও কনসুলেটস ভারতীয় নাগরিকদের ৮৫ হাজারের বেশি ভিসা ইস্যু করেছে। আমরা ভারতীয় বন্ধুদের চীন ভ্রমণে স্বাগত জানায়। আসুন মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ চীনের অভিজ্ঞতা নিন।

এসব ভিসা প্রদানের পাশাপাশি সম্প্রতি চীন ভারতীয় নাগরিকদের ভিসা প্রাপ্তি সহজ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসবের মধ্যে আছে অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়নমেন্ট ছাড়াই ভারতীয় নাগরিকরা সরাসরি ভিসা কেন্দ্রে চীনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অল্প সময়ের জন্য চীন ভ্রমণে ইচ্ছুক ভারতীয়দের কোন ধরনের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন লাগবে না। পাশাপাশি চীনা ভিসা প্রাপ্তিতে ভারতীয়দের এখন থেকে কম টাকা খরচ করতে হবে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | চীন | ভিসা