বিনোদন

এবার 'ডাকাতি' করতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । যিনি তার অভিনয়ের দক্ষতা এবং সৌন্দর্যের জন্য বহুবার দর্শকদের মন জয় করেছেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলা নববর্ষের দিন ডাকাতি করার ঘোষণা দিয়েছেন, যা শুনে নেটিজেনরা তো অবাক! সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এই কথা বলেছেন এবং পোস্ট করেছেন একটি ভিডিও। ভিডিওতে আইটেম গানে ঠুমকা লাগাতে দেখা যাচ্ছে তাকে।

গেলো ১৫ এপ্রিল শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্টটি শেয়ার করেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন যে , এক বিশেষ কারণে এই পোস্টটি করেছেন তিনি । ২৫ এপ্রিল যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের নতুন সিনেমা "আড়ি" মুক্তি পাবে । এই ভিডিও পোস্ট করে নিজের মনের কথা ‘ডাকাতি’ করার পরিকল্পনা নিয়ে মজা করে লিখেছেন।

ভিডিওটিতে শ্রাবন্তীকে মাছ হাতে ঢুকতে দেখা যায় , তারপর বন্দুক হাতে ঠুমকা করতেও দেখা যায় তাকে। গানের কথা কিছুটা এমন "এ মনের সিন্দুকে, ছোড়া কি বন্দুকে গুলি মারে কে?" এই ভিডিওটি শেয়ার করার সময় শ্রাবন্তী, নুসরাতের স্বামী যশ দাশগুপ্ত-কে ট্যাগ করেছেন, যা কিছুটা হলেও উত্তেজনা সৃষ্টি করেছে তার দর্শকদের মাঝে।

সিনেমাটি জিৎ চক্রবর্তী পরিচালনা করেছেন এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায়, ও নুসরাত জাহান। সিনেমাটি মা ও ছেলের সম্পর্ক নিয়ে আবর্তিত হবে, যা আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে বলে জানা গেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন টলিউড | শ্রাবন্তী চট্টোপাধ্যায়