বিনোদন

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা খুবই বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা

বায়ান্ন বিনোদন ডেস্ক

মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ফারিয়া ছবি: সংগৃহীত

ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী  নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাটি অভিনয় শিল্পীদের জন্য খুবই বিব্রতকর বলে মন্তব্য করেছেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।  

ফেসবুক পোষ্টে ফারুকী লিখেছেন, ‘সাধারণত আমি মন্ত্রণালয়ের কাজের বাইরের বিষয়ে মন্তব্য করতে চাই না, তবে এই ইন্ডাস্ট্রির আমি একজন সদস্য ছিলাম এবং খুব শীঘ্রই সেখানে ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা আমাদের জন্য খুবই বিব্রতকর।’

তিনি আরও লিখেন, ‘সরকারের কাজ হলো প্রকৃত অপরাধীদের বিচার করা।  ঢালাও মামলা নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান ছিল যে, প্রাথমিক তদন্তে কারও সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে না। ফারিয়ার বিরুদ্ধে মামলা অনেক দিন ধরেই চলছিল, তবে সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তারের কোনও উদ্যোগ নেয়া হয়নি।  কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর এই ঘটনা ঘটে।’

এই পরিস্থিতি সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ সফরকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হওয়ার পর হয়তো এমন ঘটনা ঘটেছে।  কিছুদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন একটি ঘটনা ঘটেছিল। এসব পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি আশা করি, ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের মামলা আরও সংবেদনশীলভাবে মোকাবিলা করা হবে। আমাদের মূল দায়িত্ব হলো জুলাই মাসে প্রকৃত অপরাধীদের বিচার করা।’

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত ফারিয়া #সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী