খেলাধুলা

হামজার মতো প্রবাসী ফুটবলার খুঁজতে সব ফেডারেশনকে চিঠি

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর দেশের ফুটবলে তৈরি হয়েছে নতুন আবহ। বিশ্বের শীর্ষ লিগের একটি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন হামজা। বাংলাদেশ ফুটবল এখন নতুন এক পথে হাঁটতে চাইছে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খোঁজার চেষ্টা দেখা যাচ্ছে দেশের ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে।

হামজার পাশাপাশি সাম্প্রতিক সময় দেশের বাইরে বিভিন্ন লিগে খেলছেন এমন আরও কিছু ফুটবলারের প্রতি নজর রাখছে বাফুফে। যারা বাংলাদেশি বংশোদ্ভূত। এমনকি কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। লাল-সবুজের জার্সিতে তাকে দেখা যেতে পারে বাংলাদেশের পরবর্তী ম্যাচেই।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মধ্যে দিয়ে প্রথম এই চর্চা শুরু হয়। তিনি লম্বা সময় ধরে দেশের ফুটবলে অধিনায়কের দায়িত্বও পালন করছেন। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন হামজা চৌধুরী | এনএসসি | বাংলাদেশি বংশোদ্ভূত